প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঠিক বলে জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঠিক বলে জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের ৭৭ তম অধিবেশন চলছে। এই অধিবেশনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সঠিক বলে দাবি করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। 

PM Modi meets French President Macron; discusses regional and global  developments

তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সঠিক ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে সময়টি যুদ্ধের নয়, পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বা পূর্বের বিরুদ্ধে পশ্চিমের বিরোধিতা করার জন্য নয়। আমাদের সার্বভৌম ভাবে সমস্ত রাষ্ট্রগুলির জন্য আমাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির একসঙ্গে মোকাবেলা করার সময় এসেছে"।

Prez Macron dials PM Modi, gets support on action against terror and  radicalisation | Latest News India - Hindustan Times