পারভীন ববির ফ্ল্যাট কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা

author-image
Harmeet
New Update
পারভীন ববির ফ্ল্যাট কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিনিধি-প্রয়াত বলিউড অভিনেত্রী পারভীন বাবির বিচ-ফেসিং ফ্ল্যাট, যা নির্জনভাবে বছরে পর বছর ধরে পড়ে রয়েছে বলে জানা গেছে, এবং সেটি বিক্রি এবং ভাড়ার জন্য প্রস্তুত।সুত্র অনুযায়ী, দালালরা ফ্ল্যাটটি বিক্রি বা ভাড়া দেওয়ার চেষ্টা করছে তবে কোন পক্ষই এখনো কোন উল্লেখযোগ্য আগ্রহ দেখায়নি।




ফ্ল্যাটটি মুম্বইয়ের জুহু এলাকার রিভিয়েরা বিল্ডিংয়ের ৭ম তলায় অবস্থিত, যেখানে পারভীনকে ২০০৫ সালে মৃত অবস্থায় পাওয়া যায়।ফ্ল্যাটটি সরাসরি ক্রয়ের জন্য ১৫ কোটি টাকা উদ্ধৃত করা হচ্ছে এবং ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪ লক্ষ টাকা।