New Update
/anm-bengali/media/post_banners/N950rmNAaduYCwBT4fJY.jpg)
নিজস্ব সংবাদদাতা: সমাজসেবী সংঘ সারা বছর ধরে নানা সামাজিক কাজ করে থাকে। এবার তাদের পুজোর থিম হল ' সেবিছে ঈশ্বর'। চিনা কনসুল জেনারেল ঝা লিউ ভারতে আসেন এবং সমাজসেবী সংঘের সামাজিক কাজকর্মের জন্য তাদের প্রভূত প্রশংসা করেন।
​
তার মতে, তাদের এই ভাবনা খুবই ভাল এবং ভবিষ্যতে চিন থেকে একটি প্রতিনিধি দল ভারতে আসবে এবং ভারত থেকে একটি প্রতিনিধির দল চিনে যাবে। অর্থাৎ, নানা সামাজিক কর্মের মাধ্যমে ভারত এবং চিনের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করাই তার উদ্যেশ্যে বলে মনে করা যেতে পারে। তিনি ভারত- চিন মৈত্রী সম্পর্কের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us