নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের ২০২৪ এর নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নিজের বয়স, করোনা মহামারী এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও দরজা খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, 'আমি বলেছিলাম আবারও দৌঁড়াবো। এটি শুধু আমার ইচ্ছা। কিন্তু এটি আসলেই কী দৃঢ় সিদ্ধান্ত যে আমি আবারও দৌঁড়াবো? সেটিই দেখার বাকি আছে..।' বাইডেনের বয়স এখন ৮০'র কাছাকাছি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের যে কোনও সময়ের প্রেসিডেন্টর চেয়ে সবচেয়ে বেশি। এদিকে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন যতই এগিয়ে আসায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় সমাবেশে অংশ নিতে দেখা যায় বাইডেনকে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু'বছর পর ভোটাররা আগামী ৮ই নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে যেহেতু এই নির্বাচন হয়, তাই একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।