ভাতের দাবিতে তৃণমূলের মহামিছিল

author-image
Harmeet
New Update
ভাতের দাবিতে তৃণমূলের মহামিছিল

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: "CBI-ED চাই না, কাজ চাই! ভাত চাই", এই শ্লোগানকে সামনে রেখেই সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দ্রকোনা রোডে মহামিছিল করল তৃণমূল। এই দিন উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, INTTUC জেলা সভাপতি গোপাল খাটুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় সাহা-সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন, মিছিল গোটা শহর পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এই দিন বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ ঘোষ বলেন, "সিপিআইএমের কোনও লোক নেই, তাই সুশান্ত ঘোষকে জেলা সম্পাদক করা হয়েছে। আবার সেই কঙ্কাল কান্ডের পুনরাবৃত্তি হবে।" পাশাপাশি একাধিক বিষয় নিয়ে এই দিন সুশান্ত ঘোষকে নিশানা করলেন তিনি। অন্যদিকে কেন্দ্র এবং রাজ্যের বিজেপিকে একাধিক বিষয় নিয়ে নিশানা করলেন প্রদ্যুৎ ঘোষ।