New Update
/anm-bengali/media/post_banners/tni1gnUHzyl6dB8BjgVt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বয়স বাড়লেও মরচে পড়েনি হুগো লরিসের খেলায়। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম লব্ধ-প্রতিষ্ঠিত গোলরক্ষক। চলতি লিগেও রয়েছে ফর্মে। সম্প্রতি টটেনহ্যামের হয়ে একটি ম্যাচে দারুণ সেভ করেছেন।
Yet another big performance from Hugo Lloris 👏 pic.twitter.com/FH10CdArCo
— Tottenham Hotspur (@SpursOfficial) September 18, 2022
সেভ করার সেই ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। লেস্টার সিটির ২০ নম্বর জার্সিধারী ফুটবলার হেডে বলে পাঠিয়ে দিয়েছিলেন টটেনহ্যামের গোলের দিকে। হুগো নিজের শরীর ছুঁড়ে দিয়ে এক হাতে দলের পতন রোধ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us