নাইট কার্ফু সফল করতে তৎপর মেট্রোপলিটন পুলিশ

author-image
Harmeet
New Update
নাইট কার্ফু সফল করতে তৎপর মেট্রোপলিটন পুলিশ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ করোনা আবহে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশিকা জারির পরই 'নাইট কার্ফু' সফল করতে তৎপর হলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার রাত ন'টার পর থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জোরদার নজরদারি চালায় পুলিশ।সরকারী নির্দেশিকা অনুযায়ী রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত 'নাইট কার্ফু' বলবৎ রয়েছে। এর পরেও সেই নির্দেশিকা না মানায় এদিন শহরের হাসমি চক,চম্পাসারি , তিনবাত্তি মোর,হাতি মোর,সেভক রোড সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ। এদিন বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল,বারে অভিযান চালিয়েছে পুলিশ।