New Update
/anm-bengali/media/post_banners/3BAfuwkHt1Kmlt87hhBz.jpg)
নিজস্ব সংবাদদাতা: ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রিটেনর রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার তার অন্তেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। এবার রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে নিজেদের এয়ার লাইনের ফ্লাইটে রানীর জীবন ও রাজত্বের উদযাপন বার্তা লিখেছে শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন কমনওয়েলথের প্রধান এবং ১৯৫২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত সিলনের রানী হিসেবে রাজত্ব করেছিলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us