খনি শ্রমিককে মারধরের অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
খনি শ্রমিককে মারধরের অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে




নিজস্ব সংবাদদাতা, অন্ডাল :
রবিবার সন্ধ্যায় অন্ডালের নাক কাজোরা কোলিয়ারিতে এক শ্রমিককে মারধরের অভিযোগ উঠল কোলিয়ারির ম্যানেজারের বিরুদ্ধে । অভিযোগকারী খনি শ্রমিক দীনেশ পাণ্ডে জানান, তারা খনির নিচের ট্রামারের কাজে যাচ্ছিলেন, সেই সময়ে লোক কম হওয়ায় তাদের ৬ জন লোক লাগবে বলে জানানো হয় ম্যানেজারকে । কিন্তু ম্যানেজার পাঁচজন নিয়েই কাজ করতে বাধ্য করেন তাদের বলে জানায় দীনেশ পাণ্ডে। ঘটনায় খনি শ্রমিক ও ম্যানেজারের মধ্যে বচসা বাঁধে । খনি শ্রমিক দীনেশ পান্ডে বলেন ম্যানেজার বিশ্বজিৎ রায় জোর করে তাদের পাঁচজন নিয়েই খনির নিচে যাবার নির্দেশ দেয় । তারা যেতে রাজি না হওয়ায় ম্যানেজার তার ওপর হাত তোলেন বলে অভিযোগ করেন দীনেশ পাণ্ডে । যদিও এই ঘটনায় ম্যানেজারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ঘটনার জেরে খনি শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন । অভিযুক্ত জানান সংশ্লিষ্ট খনির ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।