New Update
/anm-bengali/media/post_banners/9jIjA35MQe75GWi7QvTz.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামে। মৃত ওই মহিলার নাম অঞ্জলি পাত্র, বয়স আনুমানিক ৬০। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজকেও ছাগল চরাতে বাড়ির সামনে একটি জমিতে গিয়েছিলেন। ওই গ্রামের অপর এক ব্যক্তির জমিতে জল দেওয়ার পাম্প-এর তার সামনের ট্রান্সফরমার থেকে জমিতে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ছেঁড়া অবস্থায় জমিতে পড়েছিল তারটি দু-তিন দিন ধরে। যার জমি তিনি কোনোরকম মেরামত করেননি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অভিযোগ। ওই মহিলার শরীরে তারটি লাগতেই বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবরটি জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। ইতিমধ্যে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে পাঠিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us