New Update
/anm-bengali/media/post_banners/ZVaoDKBx9qP9MUZMixFc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর্সেনালের বিরুদ্ধে আজ, রবিবার রয়েছে ব্রেন্টফোর্ডের ম্যাচ। তার আগে একটি পরিসংখ্যানে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যান্য দলের তুলনায় এগিয়ে রয়েছে ব্রেন্টফোর্ড। এমনকি খেতাব জয়ের অন্যতম দাবিদার আর্সেনালের থেকেও তারা এই বিষয়ে এগিয়ে। প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রতিপক্ষের বক্সের বাইরে সবথেকে বেশি গোল করার নজির রয়েছে তাদের। বক্সের বাইরে থেকে করা হয়েছে চারটি গোল।
🎯 @BrentfordFC have scored more goals from outside the box than any other side in the #PL this season (4)#BREARSpic.twitter.com/R92Vh52F9G
— Premier League (@premierleague) September 18, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us