'অ্যান্টি-গুন্ডা স্কোয়াড' ও 'অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াড' চালু করল পুলিশ

author-image
Harmeet
New Update
'অ্যান্টি-গুন্ডা স্কোয়াড' ও 'অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াড' চালু করল পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ নাগরিকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পুলিশ। জানা গিয়েছে, নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে টাস্কফোর্সকে দুটি দলে ভাগ করা হয়েছে। নাম রাখা হয়েছে, 'অ্যান্টি-গুন্ডা স্কোয়াড' এবং 'অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াড'। বিশাখাপত্তনমের সিপি সিএইচ শ্রীকান্ত জানিয়েছেন, 'যার প্রতিটিতে যথাক্রমে ১০ জন করে সদস্য রয়েছে, যারা মাদক পাচার ও রাউডিদের কার্যকলাপ খতিয়ে দেখবে।'