New Update
/anm-bengali/media/post_banners/L3aHWDvrqjz10yusdXle.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেতা সানি দেওল শনিবার তার ছেলে রাজবীরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে ছবি প্রকাশ্যে এনেছেন৷তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতা একটি নতুন পারিবারিক ছবি দিয়ে ভক্তদের চমক দিয়েছেন। সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন -- ''একজন বাবার আর কীবা প্রয়োজন, শুধুমাত্র তার ছেলে যদি দিনে একবার তার বাবাকে আলিঙ্গন করে। #happiness। "
ছবিতে বাবা-ছেলেকে কালো ও ধূসর পোশাকে দেখা গেছে। মাটিতে বসে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরতে দেখা যায় সানির ছেলে রাজবীরকে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us