চার ম্যাচ পর জয় পেল ভিলা

author-image
Harmeet
New Update
চার ম্যাচ পর জয় পেল ভিলা
নিজস্ব সংবাদদাতাঃ টানা চার ম্যাচে জয় পায়নি অ্যাস্টন ভিলা। যার মধ্যে তিনটি ম্যাচেই পরাজয়। অবশেষে জয়ের সরণীতে ফিরেছেন ভিলা। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে তারা পেল দ্বিতীয় জয়। 
যার সুবাদে লিগ ক্রম তালিকায় তেরোতম স্থানে রইল তারা। সাউদাম্পটনের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে তারা। ৪১ মিনিটে করা জেকব রামসের করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সলা।