নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থান করছে নিম্নচাপ। এর প্রভাবে ১৭ সেপ্টেম্বর উত্তর প্রদেশের উত্তর অংশ ও উত্তরাখণ্ড ভারী বৃষ্টিতে ভিজবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।তবে আগামী ৫ দিন ক্ষিণ উপদ্বীপ এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ কমবে।
আবহাওয়া দফতর শনিবার উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশে বজ্রঝড় এবং বজ্রপাত সহ বিচ্ছিন্ন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া সংস্থার মতে, ওড়িশায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ মহারাষ্ট্রের ঘাট এলাকা সহ দেশের পশ্চিম অংশগুলিও একই রকম আবহাওয়ার সাক্ষী হতে পারে বলে আশা করা হচ্ছে।