গান স্যালুট দেওয়া হল রাজা তৃতীয় চার্লসকে

author-image
Harmeet
New Update
গান স্যালুট দেওয়া হল রাজা তৃতীয় চার্লসকে


নিজস্ব সংবাদদাতা: কার্ডিফ ক্যাসেলে গান স্যালুট দেওয়া হল রাজা তৃতীয় চার্লসকে। কার্ডিফ ক্যাসেলে যান রাজা তৃতীয় চার্লস এবং রানী কনসোর্ট। তাদের স্বাগত জানাতে গান স্যালুট দেওয়া হয়। 

King Charles III: Cardiff Castle gun salute marks proclamation - BBC News

অন্যদিকে, লন্ডনের ডাউনটাউনে রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে উপস্থিত হচ্ছেন হাজার হাজার মানুষ। দীর্ঘ লাইনের পর তারা রানীর দর্শণ পাচ্ছেন।

King Charles III: Hillsborough gun salute marks King Charles's proclamation  - BBC News