বৃষ্টিতে জলমগ্ন দমদম, ব্যহত অটো পরিষেবা

author-image
Harmeet
New Update
বৃষ্টিতে জলমগ্ন দমদম, ব্যহত অটো পরিষেবা

​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সকালের বৃষ্টিতে জলমগ্ন দমদম। জল জমেছে দক্ষিণ সিঁথির বিভিন্ন এলাকাতেও। যার জেরে ব্যহত দমদম-সিঁথি অটো পরিষেবাও। অন্যদিকে, বীরপাড়া, বেলগাছিয়া ও সংলগ্ন এলাকাও জলমগ্ন। পুরসভার তরফে পাম্প বসিয়ে জলজল সড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু, বারংবার বৃষ্টিতে ব্যহত হচ্ছে সেই কাজও।