New Update
/anm-bengali/media/post_banners/5jqfZ6Bsmo3USmHqz4Nn.jpg)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস দল ছেড়েছেন বেশ কয়েকদিন হল। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনি হলেন গুলাম নবী আজাদ। এবার তাঁকেই কিনা এক জঙ্গি সংগঠনের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হল। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় কয়েকটি জনসভায় জঙ্গিদের বন্দুক ছেড়ে আত্মসমর্পণ করার কথা বলেছিলেন আজাদ। আর এরপরেই কংগ্রেসত্যাগী ওই বর্ষীয়াণ নেতা খুনের হুমকি পান বলে সূত্রের খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us