রানির সম্মানে সেলাঙ্গর রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে

author-image
Harmeet
New Update
রানির সম্মানে সেলাঙ্গর রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে


নিজস্ব সংবাদদাতাঃ
সেলাঙ্গরের সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ একমত হয়েছেন যে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সম্মানে শনিবার থেকে সোমবার পর্যন্ত সেলাঙ্গর রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেলাঙ্গরের রাজ্য সম্পাদক হারিস কাসিম জানিয়েছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সুলতান শরফুদ্দিনের সুসম্পর্ক দেখানোর জন্যই এই ফরমান জারি করা হয়েছে। 







তিনি বলেন, "ডিক্রি অনুযায়ী, গতকালের বৈঠকে স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল ডিক্রিটি বহাল রেখেছে এবং সেলাঙ্গরের সমস্ত বিভাগ এবং সংস্থাগুলিকে সেলাঙ্গরের সুলতানের অনুমোদনের পরে সেলাঙ্গর রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে।"