‘আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে’, জানালেন জিতেন্দ্র তিওয়ারি

author-image
Harmeet
New Update
‘আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে’, জানালেন জিতেন্দ্র তিওয়ারি

নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচার-কাণ্ডে সিআইডির নোটিস পেয়ে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, ‘আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে।’ শুক্রবার ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠায় সিআইডি।সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয়েছে জিতেনকে। নোটিস প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন আসানসোলের ওই বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘তদন্তকারী সংস্থাকে দিয়ে নোটিস দেওয়ানো হয়েছে। এ ব্যাপারে কী বলব আমি? আমি আইন মেনে চলি। সাক্ষী হিসাবে যদি আমাদের কাছে জানতে চান তা হলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব।’’