এবার সিআইডি-র নজরে এনামুল হকের তিন ভাইপো

author-image
Harmeet
New Update
এবার সিআইডি-র নজরে এনামুল হকের তিন ভাইপো

নিজস্ব সংবাদদাতা: গরুপাচার মামলায় এবার সিআইডি-র নজরে এনামুল হকের তিন ভাইপো। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিটে এনামুলের তিন ভাইপো হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম ও মেহেদি হাসানের সংস্থা JHM গোষ্ঠীর দুটি অফিসে হানা দেন সিআইডি অফিসাররা। একই বিল্ডিংয়ে দুটি অফিস সিল করে দেওয়া হয়।সিআইডি সূত্রে খবর, আজ সেখানে তল্লাশি চালানো হবে। এর আগে এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখকে গ্রেফতার করে সিআইডি। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এনামুল হক।