২ লক্ষ ৪৩ হাজার মদের বোতল ধ্বংস করল পুলিশ

author-image
Harmeet
New Update
২ লক্ষ ৪৩ হাজার মদের বোতল ধ্বংস করল পুলিশ


নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার নন্দীগামায় ২ লক্ষ ৪৩ হাজার মদের বোতল ধ্বংস করল পুলিশ।


 বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে মোদের বোতলগুলি তেলেঙ্গানা থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছিল। ২০০০ লিটার মদ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধ্বংস হওয়া মদের দাম ৫ কোটি ৪৭ লক্ষ টাকা।