৪৭.৭৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করল ED

author-image
Harmeet
New Update
৪৭.৭৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করল ED


নিজস্ব সংবাদদাতাঃ
ফের বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মেসার্স রক্ষ বুলিয়ন এবং মেসার্স ক্লাসিক মার্বেলসের অন্তর্গত ৪ টি জায়গায় অনুসন্ধান শেষ করেছে। মেসার্স পারেখ অ্যালুমিনেক্স লিমিটেডের ক্ষেত্রে মানি লন্ডারিং তদন্তের সাথে জড়িত থাকার অভিযোগে এই অনুসন্ধান চালানো হয়েছিল। ৪৭.৭৬ কোটি মূল্যের ৯১.৫ কেজি সোনা ও ৩৪০ কেজি রুপো বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে।