নিজস্ব সংবাদদাতা: নিয়োগ-দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে আদালতে পার্থকে বলতে শোনা যায়, ‘‘জামিন দিন, বাঁচতে দিন।’’১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হয়। সেখানে শুনানি চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পার্থের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হতেই কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।