করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং

author-image
Harmeet
New Update
করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং


মানালী দত্ত, মুর্শিদাবাদ: দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পাঁচটি high-flow nasal oxygen মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলে দিলেন। এই মেশিনের দ্বারা মুমূর্ষু রোগীদের চিকিৎসা সব সহজের মাধ্যমে হবে। প্রসঙ্গত গত কিছুদিন সংগীত শিল্পী অরিজিৎ সিংহের মা পরলোক গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যেই এই রূপ উদ্যোগ নিয়েছেন বলে জানান সংস্থার এক সদস্য। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে high-flow nasal oxygen- র ঘাটতি থাকায় আজ অরিজিৎ সিংয়ের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন এসে high-flow nasal oxygen মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতলে তুলে দেন। অরিজিৎ সিংয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।