নিজস্ব সংবাদদাতা : বিক্ষিপ্ত বষ্টিপাতকে সঙ্গে নিয়ে কেরলে তৃতীয় দিনে পদার্পণ করলো রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সাড়ে তিন হাজার কিলোমিটার পথে কন্যাকুমারী-কাশ্মীর পদযাত্রা শুরু হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, অংশগ্রহণকারীদের পায়ে ফোস্কা পড়েছে। যাত্রা চলবে। রাহুল গান্ধী এবং অন্যান্য পদযাত্রীদের অভ্যর্থনা জানাতে শহরে বৃষ্টির মধ্যেও রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ।
রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা যখন বৃষ্টি হচ্ছিল তখন ছাতা ছাড়াই রাস্তা দিয়ে হেঁটেছিলেন।একটি ফেসবুক পোস্টে, রাহুল গান্ধী বলেছেন, "যদিও পায়ে ফোস্কা পড়ে, আমরা দেশকে একত্রিত করতে বেরিয়েছি, আমরা থামছি না।'