নবান্ন অভিযানঃ 'এত ভয় পাওয়ার কী আছে?' প্রশ্ন দিলীপের

author-image
Harmeet
New Update
নবান্ন অভিযানঃ 'এত ভয় পাওয়ার কী আছে?' প্রশ্ন দিলীপের


নিজস্ব সংবাদদাতাঃ

নবান্ন অভিযানের আগে জেলায় জেলায় পুলিশি বাধার মুখে পড়ছেন বিজেপি কর্মীরা। এবার এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মাঝখানে অনেক বাধা তাঁদের সইতে হয়েছে। পুলিশ এসে স্টেশন থেকে তুলে দিয়ে গেছে। কাউকে বাধা দিয়েছে। গাড়িতে উঠতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে, কাউকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তা সত্ত্বেও দুর্যোগের মধ্যেই পৌঁছেছে কর্মীরা। বৃষ্টি বাদলের মধ্যেও সেই উৎসাহ আছে। বিজেপি একটা বড় মিশন নিয়ে কাজ করছে। বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য। সেই জন্য পুরো সমাজকে নবান্ন আসার আহ্বান করা হয়েছে। কিন্তু সরকার যেভাবে আটকানোর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আমি জানি না এত ভয় পাওয়ার কী আছে ? গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবেই হবে। শান্তিপূর্ণভাবেই হবে। তাকেও তৃণমূল ভয় পাচ্ছে। এত ভয় পাওয়ার কী আছে?'