একদম ভিন্ন ভাবনায় মানিকতলা চালতাবাগান পুজো কমিটি

author-image
Harmeet
New Update
একদম ভিন্ন ভাবনায় মানিকতলা চালতাবাগান পুজো কমিটি


নিজস্ব সংবাদদাতা: মা আসছেন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি নিজেদের ভাবনার ওপর প্যান্ডেল নির্মাণ সম্পন্ন করতে শেষ পর্যায়ের তোড়জোড় চালিয়ে যাচ্ছে। এই বছর মানিকতলা চালতাবাগান পুজো কমিটি একদম ভিন্ন ভবনায় নিজেদের প্যান্ডেল সাজিয়ে তুলছেন। 

এই বছর তাদের থিম 'প্রাচীন স্থাপত্যের আভাস এবং অবতার। আধুনিক সরঞ্জাম ছাড়াও কিভাবে সেই প্রাচীনকালে বিভিন্ন জটিল এবং সূক্ষ্ম শিল্প কৌশলগুলির নির্মাণ করা হয়েছিল সেই বিস্ময়ের আভাস দেবে মানিকতলা চালতাবাগান পুজো কমিটির এই বছরের ভাবনা।