১০০ শতাংশ গবাদী পশুর টিকাকরণের ঘোষণা নরেন্দ্র মোদীর

author-image
Harmeet
New Update
১০০ শতাংশ গবাদী পশুর টিকাকরণের ঘোষণা নরেন্দ্র মোদীর


নিজস্ব সংবাদদাতা: ১০০ শতাংশ গবাদী পশুর টিকাকরণের ঘোষণা করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্টারন্যাশনাল ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিট ২০২২ উদ্বোধন করেছেন।

Narendra Modi says cows are an important part of Indian culture and  tradition

 সেখান থেকেই তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০২৫ সালের মধ্যে আমরা ১০০ শতাংশ গবাদী পশুদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এবং ব্রুসেলোসিসের বিরুদ্ধে টিকা দেব"। সঙ্গে তিনি জানিয়েছেন, লাম্পি ভাইরাস থেকে পশুদের মুক্তির জন্য দেশীয় ভ্যাকসিন নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।

Narendra Modi: PM Narendra Modi watches live surgery on calf for removing  polythene - The Economic Times