দুগ্ধ শিল্পের ক্ষেত্রে ভারতীয় নারীদের ভূমিকার প্রশংসা করলেন নরেন্দ্র মোদী

author-image
Harmeet
New Update
দুগ্ধ শিল্পের ক্ষেত্রে ভারতীয় নারীদের ভূমিকার প্রশংসা করলেন নরেন্দ্র মোদী


নিজস্ব সংবাদদাতা: ভারতে দুগ্ধ শিল্পে অগ্রগতির ক্ষেত্রে মহিলাদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্টারন্যাশনাল ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিট ২০২২ উদ্বোধন করেছেন। 

PM Modi announces projects worth over ₹1,000 crore at Sabar Dairy in  Gujarat | Latest News India - Hindustan Times

সেখান থেকেই তিনি বলেন, "মহিলারাই ভারতের দুগ্ধ খাতের প্রকৃত নেতা। ২০১৪ সালে ভারত ১৪৬ মিলিয়ন টন দুধ উৎপাদন করেছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি টনে"।