New Update
/anm-bengali/media/post_banners/v3J7ymebAE5Q0w1dt6iX.jpg)
নিজস্ব সংবাদদাতা: সদ্য জম্মু ও কাশ্মীরের হায়দারপোড়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে আমির মাগ্রের । এরপরেই আমির মাগ্রের পিতা দাবি করেছেন তার পুত্রের শেষকৃত্যের জন্য পুত্রের মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হক।
তবে সুপ্রিম কোর্ট আমির মাগ্রের পিতার এই আবেদন খারিজ করেছে। আমির মাগ্রের মৃতদেহ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us