এনকাউন্টারে নিহতের পিতার আবেদন প্রত্যাখ্যান করলো সুপ্রিম কোর্ট

author-image
Harmeet
New Update
এনকাউন্টারে নিহতের পিতার আবেদন প্রত্যাখ্যান করলো সুপ্রিম কোর্ট


নিজস্ব সংবাদদাতা: সদ্য জম্মু ও কাশ্মীরের হায়দারপোড়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে আমির মাগ্রের । এরপরেই আমির মাগ্রের পিতা দাবি করেছেন তার পুত্রের শেষকৃত্যের জন্য পুত্রের মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হক।

'Want to Bring Him Home': HC Allows Family of Man Killed in Hyderpora  Encounter to Exhume Body

 তবে সুপ্রিম কোর্ট আমির মাগ্রের পিতার এই আবেদন খারিজ করেছে। আমির মাগ্রের মৃতদেহ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

Hyderpora civilian killings: Demand for handing over of Amir Magray's body  grows | Free Press Kashmir