সোনা জিতলেন ড্যাল

author-image
Harmeet
New Update
সোনা জিতলেন ড্যাল

নিজস্ব সংবাদদাতা : ১০ মিটার প্ল্যাটফর্ম বিভাগে দলগত বিভাগে সোনা জয়ের পর চেনা উচ্ছ্বাস ছিল গ্রেট ব্রিটেনের দুই ডাইভার টমাস ড্যালে ও ম্যাটি লিকে ঘিরে। অশ্রুসজল নয়নে সোনার পদক বরন করলেন ব্রিটিশ ডাইভার টম ড্যালে। টম বলেন 'আজ আমার খুবই ভালো লাগছে যে আমি একজন সমকামী এবং আমি একজন অলিম্পিক চ্যাম্পিয়নও বটে। ২০১৩ সালে আমি বুঝতে পারি আমার আসক্তি পুরুষে। আমি কাউকে জানাতে পারছিলাম না। ক্রমশ কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল আমার অস্তিত্বকে। মনে হচ্ছিল পৃথিবীতে আমি একাকী। সাহস করে সবকিছু ভেঙে বেরিয়ে এলাম। ২০১৭ সালে বিয়েও করি এক পুরুষের সঙ্গে। আশা করি আমাকে দেখে অনেক তরুণ সমকামীরা একাকিত্বে ভুগবেন না। বেরিয়ে আসুন। আপনি পৃথিবীতে একা নন।'