New Update
/anm-bengali/media/post_banners/nMUiloekzCmOtvI1DvRf.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : জাতীয় সড়কের পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার অনলাইন শপিং সংস্থার কর্মীর মৃতদেহ। তদন্তের দাবি পরিবারের। মৃত যুবকের নাম অতনু মুখার্জি, বয়স আনুমানিক ৩০। দুর্গাপুরের বিজোনের ভারতী এলাকার বাসিন্দা। অতনুর পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা সাতটা নগদ দুই বন্ধুর সঙ্গে বেরিয়েছিল। বন্ধুর বাইকে করে গিয়েছিল বলে দাবি পরিবারের। অনলাইন সংস্থার আধিকারিকের সঙ্গে দেখা করার কথা ছিল অতনুর, এমনটাই দাবি পরিবারের।
রাত্রি ন'টার সময় অতনুর সঙ্গে শেষ কথা হয়েছিল পরিবারের। রাত দশটায় অতনুর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার কিছুক্ষণ পরেই কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি অতনুর পরিবারের সাথে যোগাযোগ করে জানায় আশঙ্কাজনক অবস্থায় ইন্দো-আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতনুর পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে এলে অতনুকে মৃত বলে ঘোষণা করে। অতনুর পরিবারের অভিযোগ এই ঘটনার পর থেকে দুই বন্ধু সুমন চক্রবর্তী ও জিৎ চ্যাটার্জিকে পাওয়া যাচ্ছিল না। যাকে ঘিরে রহস্য দানা বাঁধছে। রবিবার অতনুর বন্ধু সুমন চক্রবর্তী দাবি করেন তিনি সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলে ছিলেন। সেখানেই তার বন্ধু অতনুর সাথে দেখা হয়। তার গাড়ি নিয়ে অতনু ওই অনলাইন সংস্থার আধিকারিকের বাড়িতে যায়। তারপরে এই ঘটনা ঘটে বলেও তার দাবি। যদিও অতনুর বন্ধুর দাবি মানতে নারাজ পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us