দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

author-image
Harmeet
New Update
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস


নিজস্ব প্রতিনিধি, দিঘাঃ
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে ভরা কোটাল। জোড়া ফোলায় ফুলে ফেঁপে উঠছে দীঘা। বিকেল থেকে শুরু হয়েছে জলচ্ছ্বাস। সমুদ্রের জল গাড়ওয়াল টপকে ঢুকছে বাজার ও মেরিন ড্রাইভ। উল্লাসিত রবিবার দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা। জ্লচ্ছ্বাসে উপভোগ করার পাশাপাশি গার্ডওয়ালে বসে গা- ভিজাচ্ছেন পর্যটকেরা। তবে সতর্ক রয়েছে প্রশাসন। অজও মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আগামী দু’তিনদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।