নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় উত্তাল হতে পারে সমুদ্র। তারই প্রভাব পড়তে পারে উপকূলে। নদীতেও নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। দক্ষিণ ২৪ পরগণার মৎস্য দফতরের তরফে সতর্ক করে লাগাতার মাইকিং শুরু করা হয়েছে।