New Update
/anm-bengali/media/post_banners/ba5CZfoGLeDZBJj2aFLV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে এবারের লা লিগা। আজ মাঠে নামবে বার্সেলোনা। উল্টো দিকে থাকবে ক্যাডিজ। প্রতিপক্ষের তুলনায় ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে বার্সা। চার ম্যাচ শেষে বার্সেলোনার প্রাপ্ত পয়েন্ট ১০, রয়েছে লা লিগা ক্রম তালিকার দ্বিতীয় স্থানে। এক নম্বরে রিয়াল মাদ্রিদ। আর সবার শেষে রয়েছে ক্যাডিজ।
𝐖𝐄 𝐖𝐀𝐍𝐓 𝐓𝐇𝐄 𝟑 𝐏𝐎𝐈𝐍𝐓𝐒! ⚔️ pic.twitter.com/kzQwDPIMYM
— FC Barcelona (@FCBarcelona) September 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us