কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের কবিগুরু এলাকা

author-image
New Update
কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের কবিগুরু এলাকা

হরি ঘোষ, দুর্গাপুর: কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের কবিগুরু এলাকা। কবিগুরু এলাকার সবজি ব্যবসায়ীদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কবিগুরু এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার ধরে সবজির বাজার জলের তলায় চলে যায়। গুরুত্বপূর্ণ কবিগুরু এলাকার রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকেই এভাবে জলমগ্ন হওয়ায় চরম দুর্ভোগের মুখে নিত্যদিনের যাতায়াতকারী মানুষজন থেকে ব্যবসায়ীরা এবং ক্রেতারা। নিকাশি নালা বেহালের জন্যই এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ সবজি ব্যবসায়ীদের।