'অনুব্রতর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে মমতাকে'

author-image
Harmeet
New Update
'অনুব্রতর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে মমতাকে'



নিজস্ব সংবাদদাতাঃ
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রতকে বীর মন্তব্য নিয়ে নিশানা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।







 তিনি বলেন, 'তিনি যাঁকে ভাবছেন বীর সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে।' শুভেন্দু আরও বলেন, 'তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি৷ দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে৷ তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য৷'