​নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার কাইল ম্যাককেয়ন। তিনি সময় নেন ৫৭.৪৭ সেকেন্ড। ৫৭.৫৭ সেকেন্ডে রুপো জিতেছেন কানাডার কাইলি মাস। ৫৮.০৫ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার রেগান স্মিথ।