শোক বইয়ে স্বাক্ষর আমেরিকার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির

author-image
Harmeet
New Update
শোক বইয়ে স্বাক্ষর আমেরিকার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির


নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এবার তার মৃত্যুতে শোক বই স্বাক্ষর করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।


 Bidens offer condolences after death of Queen Elizabeth, whose reign  spanned 14 American presidents - POLITICO


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর একটি শোক বইতে স্বাক্ষর করতে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসে যান। উল্লেখ্য, ইতিপূর্বেই শোক প্রকাশ করেছেন তারা।

President Joe Biden & Jill Biden React To Queen Elizabeth II's Death In A  Statement