রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন জেলেনস্কি

author-image
Harmeet
New Update
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন জেলেনস্কি


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি।

Zelensky greets Queen Elizabeth II on her birthday

 তিনি বলেন, "এটা গভীর দুঃখের, যে আমরা মহামহিম রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি। ইউক্রেনের জনগণের পক্ষ থেকে, আমরা আন্তরিক সমবেদনা জানাই রাজকীয় পরিবারক। আমাদের চিন্তা এবং প্রার্থনা রাজ পরিবারের সঙ্গে আছে"। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের।
Queen Elizabeth II, Longest-reigning Monarch in British History, Passes  Away At Age of 96