রানীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন ইমানুয়েল ম্যাক্রন

author-image
Harmeet
New Update
রানীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন ইমানুয়েল ম্যাক্রন


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। 

Queen Elizabeth II and Macron: Why French President pushing for a call with  the Queen | Royal | News | Express.co.uk

তিনি বলেন, "মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ জাতির ধারাবাহিকতা ও ঐক্যকে মূর্ত করেছেন। আমি তাকে ফ্রান্সের বন্ধু হিসেবে স্মরণ করি। তিনি একজন সহৃদয় রানী, যিনি তার দেশ এবং তার শতাব্দীতে স্থায়ী ছাপ রেখে গিয়েছেন"। 

Queen Elizabeth gets Jubilee gift of a horse from France's Macron | Reuters

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের।

Moments You Missed As The G-7 Leaders Meet For The 1st Time Since COVID-19  : NPR