শোক প্রকাশ করলেন শেহবাজ শরীফ

author-image
Harmeet
New Update
শোক প্রকাশ করলেন শেহবাজ শরীফ


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন শেহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। 

Queen Elizabeth's jubilee: Pakistan prime minister receives backlash for  celebrations

তিনি বলেন, "মহামহিম রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পাকিস্তান তার মৃত্যুতে শোক প্রকাশ করে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে। যুক্তরাজ্যের রাজপরিবার, জনগণ ও সরকারের প্রতি আমার আন্তরিক সমবেদনা"। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানী দ্বিতীয় এলিজাবেথের।

Queen Elizabeth II may miss opening of parliament - Dubai