রানী দ্বিতীয় এলিজাবেথকে ধন্যবাদ জানালেন ঋষি সুনাক

author-image
Harmeet
New Update
রানী দ্বিতীয় এলিজাবেথকে ধন্যবাদ জানালেন ঋষি সুনাক


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ঋষি সুনাক। এরই সঙ্গে তিনি রানীকে ধন্যবাদ জানিয়েছেন। 

Elizabeth II | Biography, Family, Reign, & Facts | Britannica

তিনি বলেন, "ধন্যবাদ, আমাদের দেশের উন্নয়নে আজীবন সেবার জন্য, কর্তব্য বলতে কি বোঝায় তা আমাদের দেখানোর জন্য এবং সর্বদা দেশ ও কমনওয়েলথকে প্রথমে রাখার জন্য। রানী দ্বিতীয় এলিজাবেথের মতো আর কখনও কেউ হতে পারবেনা"। উল্লেখ্য,  ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানী দ্বিতীয় এলিজাবেথের।
About Her Majesty The Queen - Royal.uk