রাজা চালর্সের প্রশংসা করলেন লিজ ট্রাস

author-image
Harmeet
New Update
রাজা চালর্সের প্রশংসা করলেন লিজ ট্রাস



নিজস্ব সংবাদদাতা: রানীর দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজত্ব ভার এসে পৌঁছেছে রাজা তৃতীয় চার্লস এর হাতে। এবার তার প্রশংসা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 


তিনি বলেন, "রাষ্ট্রের নতুন প্রধান রাজা তৃতীয় চার্লসের প্রতি সমবেদনা। সামনের কঠিন দিনগুলিতে আমরা যুক্তরাজ্য, কমনওয়েলথ এবং বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে একত্র হব। রানী দ্বিতীয় এলিজাবেথ একজন মহান উত্তরাধিকার রেখে গিয়েছেন"।

Truss hails King Charles III, urges UK to 'come together' - Kuwait Times