রানীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিলেন জো বাইডেন এবং জিল বাইডেন

author-image
Harmeet
New Update
রানীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিলেন জো বাইডেন এবং জিল বাইডেন


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। 

Queen meets Joe Biden at Windsor Castle - BBC News

বিবৃতিতে বলা হয়, "রাণী দ্বিতীয় এলিজাবেথ একজন রাজার চেয়ে বেশি ছিলেন। তিনি একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন"। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানী দ্বিতীয় এলিজাবেথের।

Biden, first lady mourn death of Queen Elizabeth II: 'A stateswoman of  unmatched dignity and constancy' | Fox News