রানী দ্বিতীয় এলিজাবেথের ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল: লিজ ট্রাস

author-image
Harmeet
New Update
রানী দ্বিতীয় এলিজাবেথের ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল: লিজ ট্রাস


নিজস্ব সংবাদদাতা: রানীর দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ৯৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। 

Queen Elizabeth II appoints Liz Truss as Britain's new Prime Minister

লিজ ট্রাস বলেছেন, "আমরা সবেমাত্র বালমোরাল দুর্গ থেকে যে খবর শুনেছি তাতে বিধ্বস্ত। রানীর মৃত্যু জাতি ও বিশ্বের জন্য একটি বিশাল ধাক্কা। রানী দ্বিতীয় এলিজাবেথ একজন পাথর যার ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল। তার শাসনাকালে আমাদের দেশ বেড়েছে এবং সমৃদ্ধ হয়েছে"।

Liz Truss meets Queen Elizabeth II, appointed Britain's Prime Minister |  World News - Hindustan Times