চেলসির বিচারে এই গোলটি হতে পারে মাসের সেরা

author-image
Harmeet
New Update
চেলসির বিচারে এই গোলটি হতে পারে মাসের সেরা

নিজস্ব সংবাদদাতাঃ ডিফেন্ডার হয়েও দারুণ গোল করতে পারেন অ্যাডামা কুলিবালি। টটেনহ্যামের বিরুদ্ধে দুরন্ত একটি গোল করেছেন তিনি। সেট পিস থেকে ভেসে আসা বলে চকিতে শট নিয়ে কাঁপিয়েছিলেন টটেনহ্যামের গোল দুর্গ। দ্যা ব্লুজ-এর বিচারে কুলিবালির এই গোলটি হতে পারে আগস্ট মাসের সেরা লক্ষ্যভেদ।