পেগাসাসঃ সুপ্রিম কোর্টের দ্বারস্থ দুই সাংবাদিক

author-image
Harmeet
New Update
পেগাসাসঃ সুপ্রিম কোর্টের দ্বারস্থ দুই সাংবাদিক

নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাস ইস্যুতে অভিযোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভারতের প্রবীণ দুই সাংবাদিক এন রাম ও শশী কুমার। জানা গিয়েছে, তাঁরা সুপ্রিম কোর্টের কোনও একজন বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এ বিষয়ে তদন্তের আর্জি জানিয়েছেন। পেগাসাস স্পাইওয়ারের লাইসেন্স সরকার বা সরকারি কোনও সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা  নজরদারিতে চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা, তা জানাতে সরকারকে নির্দেশ দিতেও তাঁরা আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে । তাঁদের দাবি,ফাঁস হওয়া তথ্যে যাঁদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে, তাঁদের ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এক্ষেত্রে পেগাসাস ব্যবহার করা হয়েছে।