নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পালোইডাঙ্গা গ্রামবাসীদের উদ্যোগে ইন্দ্র পুজো ৪৯ তম বর্ষে পদার্পণ করল এবছর। বৃহস্পতিবার ভোর রাতে ইন্দ্র পুজোয় প্রচুর মানুষের ভিড় হয়। এই পুজোয় ছাল বাকল ছাড়ানো একটি আস্ত শাল গাছের বললি কেই ইন্দ্র রূপে পুজো করা হয়। করম পুজোর পরদিন দ্বাদশীতিথির মধ্যরাতে এই ইন্দ্র উৎসব হয়। ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী ইন্দ্রাভিষেক উৎসব নামে এই উৎসবের আয়োজন করে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হচ্ছে ইন্দ্র উৎসব।